How to write a good fiverr profile description, ফাইবার প্রোফাইল ডেসক্রিপশন যেভাবে লিখবেন



আপনি কিভাবে একটি সুন্দর ফাইবার প্রোফাইল ডেসক্রিপশন লিখতে পারেন, প্রোফাইল ডেসক্রিপশন লিখতে হলে আপনাকে নিম্নলিখিত বিষয় গুলো জানতেই হবে।


ধরুণ আপনি একজন গ্রাফিক ডিজাইনার, সুতরাং আপনার কাজের ক্ষেত্র গুলো হলো গ্রাফিক ডিজাইন অর্থাৎ যেকোনো ধরনের প্রিন্ট মিডিয়া বা ওয়েব এলিমেন্ট ডিজাইন। এখন আপনি যখন আপনার fiverr প্রোফাইল ডেসক্রিপশনটি লিখবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ক্লায়েন্টের কথা মাথায় রেখেই ডেসক্রিপশনটি লিখতে হবে।


১) প্রথমত নিজেকে একজন ক্লায়েন্ট হিসাবে চিন্তা করুন, একজন ক্লায়েন্ট কাকে হায়ার করতে চাই ভাবুন।


২) যদি সে তার কোম্পানির জন্য একজন এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার চান, তবে সে প্রথমেই আপনার প্রোফাইল ভিজিট করবেন। সেক্ষেত্রে আপনাকে আপনার প্রাকটিক্যাল কাজের অভিজ্ঞতা অবশ্যই আপনার প্রোফাইলে মেনশন করতে হবে।


৩) আপনি কি কি বিষয় নিয়ে কাজ করছেন বা তাকে তার কাজ গুলো সঠিক ভাবে করে দিতে পারবেন কিনা তা এনশিওর করুন।


৪) কেন বাকিদের থেকে আপনি আলাদা বা আপনার কাজের কোয়ালিটি আলাদা হবে তা পরিষ্কার করে তাকে বুঝতে দিন।


৫) যেহেতু আপনার ক্লায়েন্ট শুধুমাত্র ইউএসএ বা ইউকে ভিত্তিক হবে না, সে ইউরোপিয়ান, এশিয়ান বা আফ্রিকানও হতে পারেন, সেজন্য যতটা সহজ সাবলিল ভাষায় নিজের প্রোফাইল ডেসক্রিপশন লেখা যায় তার দিকে নজর দিবেন।


আরো পড়ুনঃ

বিজনেস কার্ড, শুধু আপনার পরিচয় বহন করবে না, এটা মার্কেটিং এর অন্যতম হাতিয়ার।


৬) আপনার নাম যেহেতু আপনার একাউন্টে পরিষ্কার ভাবে দেওয়ায় আছে, সেজন্য ডেসক্রিপশনে আপনার নাম না লিখতে চাইলেও চলবে তবে আপনি চাইলে লিখতে পারেন, সেক্ষেত্রে আপনার শর্টনেম আপনি লিখতে পারেন।


৭) যারা দীর্ঘদিন ফাইবারে কাজ করছেন, অর্থাৎ যারা টপরেটেড সেলার আছেন, আপনি চাইলে এমন ১০-১৫ জনের প্রোফাইল ভালো ভাবে রিড করতে পারেন, সেক্ষেত্রে আপনি একটি ক্লিয়ার ধারণা পাবেন।

৮) ডিরেক্ট আপনার সাথে যেন তারা কোনো সংশয় ছাড়াই যোগাযোগ করতে পারে সেটা উল্লেখ করুন।


চলুন সংক্ষেপে আপনার প্রোফাইল ডেসক্রিপশনটি সাজানো যাকঃ


১) Simple greetings (Hello or Hi)

২) আপনার শর্ট নেম

৩) কাজের অভিজ্ঞতা তুলে ধরা

৪) কাজের ক্ষেত্রগুলো সুন্দর ভাবে ফুটিয়ে তোলা

৫) ক্লায়ন্টকে যে আপনি তার প্রজেক্ট টি সুন্দর ভাবে সম্পূর্ণ করে দিতে পারবেন তার নিশ্চয়তা দেওয়া

৬) অন্যদের থেকে কেন আপনার কাজ করার ধরণ আলাদা বা আপনার চিন্তাধারা আলাদা তা বুঝিয়ে দেওয়া

৭) সহজ সাবলিল ভাষায় ডেসক্রিপশনটি লেখা এবং ডিরেক্ট ম্যাসেজ এর ইনভাইট জানানো।

৮) সর্বোচ্চ ২০০ শব্দের মধ্যে ডেসক্রিপশনটি সাজানো।

৯) কারো প্রোফাইল থেকে সরাসরি কপি না করা।


যেকোন ধরনের ডিজাইনের (design) জন্য চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন।


আরো পড়ুনঃ

বিজনেস কার্ড, শুধু আপনার পরিচয় বহন করবে না, এটা মার্কেটিং এর অন্যতম হাতিয়ার।


Comments